কোরবানি ইসলামী ধর্মীয় আচার যা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ববহ। কোরবানি শব্দটি আরবি “কুরবান” থেকে উদ্ভূত, যার অর্থ “ত্যাগ”। এটি ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি এবং পবিত্র ত্যাগ ও আনুগত্যের প্রতীক। ঈদ-উল-আযহা মুসলমানদের জন্য বিভিন্ন দিক থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ। কোরআন থেকেই হজরত আদম (আ.) দুই ছেলে হাবিল–কাবিলের ঘটনার সূত্রে আমরা পৃথিবীর প্রথম কোরবানির খবর জানতে পারি। পরবর্তীতে কোরবানির মূল ইতিহাস শুরু হয় ইব্রাহিম (আ.) এবং তার পুত্র ইসমাইল (আ.) এর মাধ্যমে।
হাবিল–কাবিলের ঘটনা:
কুরবানীর ইতিহাস খুবই প্রাচীন। সেই আদি পিতা আদম (আলাইহিস সালাম)-এর যুগ থেকেই কুরবানীর বিধান চলে আসছে। আদম (আলাইহিস সালাম)-এর দুই ছেলে হাবীল ও কাবীলের কুরবানী পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল-কুরআন থেকে জানতে পারি।হাবিল–কাবিলের ঘটনায় দেখা যায়, আকাশ থেকে আগুনের ঝলক নেমে এসে হাবিলের জবাই করা কোরবানি পশুটি আল্লাহ গ্রহণ করেছিলেন। অন্যদিকে কাবিলের কোরবানিটি প্রত্যাখ্যাত হয়।
মহান আল্লাহ বলেন, “অর্থাৎ, আদমের দুই পুত্রের (হাবিল ও কাবিলের) বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও, যখন তারা উভয়ে কুরবানী করেছিল, তখন একজনের কুরবানী কবুল হল এবং অন্য জনের কুরবানী কবুল হল না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানীই কবুল করে থাকেন।”(সুরা মায়েদা, আয়াত: ২৭)
কুরবানীর বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল।
ইব্রাহিম (আ.) এর পরীক্ষা:
ইসলামিক ইতিহাসে ইব্রাহিম (আ.) ছিলেন আল্লাহর এক প্রিয় নবী। আল্লাহ তাঁকে তাঁর আনুগত্যের পরীক্ষা হিসেবে আদেশ দেন যে তিনি তাঁর সবচেয়ে প্রিয় জিনিস, তাঁর পুত্র ইসমাইল (আ.) কে কুরবানি করবেন। ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশ মেনে নিতে প্রস্তুত হন এবং যখন তিনি ইসমাইল (আ.) কে কুরবানি করতে যাচ্ছিলেন, আল্লাহ তা’আলা ইসমাইল (আ.) কে বাঁচিয়ে একটি মেষ প্রেরণ করেন। এ ঘটনার স্মরণে মুসলমানরা আজও পশু কুরবানি করে থাকেন।
ইবরাহীম (আ.)-এর কুরবানীর আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন, “অর্থাৎ, অতঃপর সে (ইসমাঈল) যখন পিতা (ইবরাহীমের)র সাথে চলা-ফিরার (কাজ করার) বয়সে উপনীত হল, তখন ইবরাহীম তাকে বলল, ‘হে বেটা! আমি সবপ্নে দেখি যে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ।’ সে বলল, ‘আববা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলরূপে পাবেন।’ অনন্তর পিতা-পুত্র উভয়েই যখন আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তাকে যবেহ করার জন্য অধোমুখে শায়িত করল, তখন আমি ডেকে বললাম, ‘হে ইবরাহীম! তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আর আমি তার পরিবর্তে যবেহ করার জন্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম। আর তার জন্য এ বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। “(সুরা সাতফ্ফাত: আয়াত: ১০২-১০৮)
সুরা হাজে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘আমি প্রত্যেক জাতির ওপর কোরবানির নিয়ম করেছি, যাতে তারা চতুষ্পদ জন্তু জবেহ করে এবং আল্লাহর নাম উচ্চারণ করে।’ সেই সঙ্গে সুরা কাওসারে বলা হয়, ‘তোমার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো।’
কোরবানি একদিকে যেমন ধর্মীয় আচার, অন্যদিকে এটি সামাজিক ঐক্য এবং মানবিকতার একটি উদাহরণ। এটি আমাদেরকে ত্যাগের মাধ্যমে সমাজের দুর্বল এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখায়।ঈদ-উল-আযহা আমাদেরকে ত্যাগের মূল তাৎপর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা প্রদান করে। কোরবানি পালনের মাধ্যমে আমরা একে অপরের সাথে সহযোগিতার বন্ধনকে দৃঢ় করি এবং আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করি।
mustakimsajib007
কেন হত্যা করা হলো তোফাজ্জল কে!
ভবঘুরে জীবন, মানসিক ভারসাম্যহীন উশকোখুশকো চুল, গলায় ঝুলছে তাবিজ। চোর সন্দেহে আটক, তারপর প্রথমদাফে মারধর শেষে দেওয়া হলো রাতে খাবার। আবার নিয়ে যাওয়া হলো গেস্টরুমে শুরু হলো উৎসব, একজনকে পিটিয়ে মারার পাশবিক উৎসব! ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার মধ্যরাতে
সরকারী অফিসে অনৈতিক কাজের গোপন কক্ষ । কে এই মালা খান ?
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহাপরিচালক মালা খানের বিরুদ্ধে দুর্নীতি ও অফিস কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের ভবনের চতুর্থ তলায় তার অফিস ছিল। তার অফিস কক্ষের একটি গোপন কক্ষে বিছানা এবং শারীরিক সম্পর্ক জনিত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া গেছে। নাগরিক টেলিভিশনের সম্প্রতি
কোটা আন্দোলন অযৌক্তিক: প্রধানমন্ত্রী
রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বির্ষিকী উপলক্ষ্যে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছে বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না। এই আন্দোলনে পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা
রাজধানীতে ৯ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার
রাজধানীর কদমতলীতে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন ১৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের জমিটি পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিটির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে জমিটি দখলে
তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ভারত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তা ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে আবারও বন্যার আশঙ্কা করছেন তিস্তাবাসী। এর আগে গত
স্ত্রী-সন্তানসহ বেনজীর ও মতিউরের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ
দুর্নীতি দমন কমিশন (দুদক), সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। আজ মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জব্দ