৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

mustakim sajib

Updated on:

BNP

উপজেলা পরিষদর নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচন শুরু হয়েছ। বিএনপি কেন্দ্রীয় কমিটির নিষেধ অমান্য করে ৬১ জন নির্বাচনে অংশ গ্রহণ। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। 

বহিষ্কৃত নেতাদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

এর আগে ১ম ধাপে নির্বাচনে তৃণমূলের ৮০ জন নেতা ভোটে অংশ গ্রহণ করায় তাদের কেও দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। সর্বমোট বহিষ্কৃত নেতার সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের দাবী, দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কিছু নেতা বহিষ্কার হলেও তাতে তাদের দলের কোনো ক্ষতি হবে না।

https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment