৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি

mustakim sajib

Updated on:

৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি

রোববার সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা সহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

এবার মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মোট ৮৩.০৪% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কিন্তু ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ঢাকা বোর্ডে ৮টি, চট্টগ্রাম বোর্ডে ৭টি, রাজশাহী বোর্ডে ৬টি, সিলেট বোর্ডে ৬টি, বরিশাল বোর্ডে ৫টি, কুমিল্লা বোর্ডে ৫টি, ময়মনসিংহ বোর্ডে ৫টি, দিনাজপুর বোর্ডে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল 2024

প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের খারাপ ফলাফলের বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত নেই, যার ফলে শিক্ষার্থীরা পর্যাপ্ত শিক্ষা লাভ করতে পারে না। অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের, নেই পর্যাপ্ত ক্লাসকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা।


https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment