সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নেই

mustakim sajib

Updated on:

আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই: জনপ্রশাসন মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আজ সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সংসদের এক প্রশ্নের তিনি বলেছেন, “আপাতত বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। আগামীতে বাড়বে কি না বা বাড়ালে ভালো হবে কি না- বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে আরো আলোচনা পর্যালোচনা করে ভবিষ্যতে দেখা হবে।”

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সম্পূরক প্রশ্নে রফিকুল ইসলাম বীরউত্তম ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন চাকরির বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা আছে কিনা তা জানতে চান।

জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। চাকরির বয়স ছিল ২৭ বছর সেখান থেকে বৃদ্ধি করে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে।

https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment