প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভারতে যান। চিকিৎসা ব্যবসা ভ্রমনসহ নানা কারণে প্রতিবেশী দেশটাতে যেতে হয়। তবে বৈধভাবে ভারত যেতে এখন সবচেয়ে বড় ভোগান্তি ভিসা পাওয়া। আর তাই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এবার নতুন নিয়ম এনেছে ভারত সরকার।এখন থেকে ২৪ ঘন্টার মধ্যেই ভিসা পাবে বাংলাদেশীরা।
কিন্তু কিভাবে? কারা কারা পাবেন এই ভিসা?
চিকিৎসার জন্য বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ভারত। প্রতিবছর হাজার হাজার বাঙালি চিকিৎসার জন্য ছুটে যান প্রতিবেশী দেশ ভারতে। কিন্তু এতদিন ধরে দেশটিতে যেতে বড় ভোগান্তি ছিল ভিসা সমস্যা। এবার সেই ভোগান্তি দিনশেষ হচ্ছে এখন থেকে খুব সহজে মাত্র এক দিনে মিলবে ভারতের ভিসা।
বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন এই সুবিধা। ভারত সরকার বাংলাদেশীদের খুব কম সময় মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। শর্তসাপেক্ষে আবেদন করলে বাংলাদেশেরা পাবেন এই মেডিকেল ভিসা।তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার।
দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরো মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।