মহানবীকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের সাজা

mustakim sajib

Updated on:

মহানবীকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের সাজা

সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম নিশ্চিত করে বলেন, মামলায় সাক্ষ্য শেষে সোমবার আসামির আত্মপক্ষ শুনানির দিন ছিল। আসামি দোষ স্বীকার করেন। এরপর আদালত ৫ বছর কারাদণ্ডের রায় দেন। তিথি সরকারের পক্ষে তার আইনজীবী প্রবেশন চেয়ে আবেদন করলে, আদালত এক বছরের প্রবেশন মঞ্জুর করেন। 

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে

এর আগে, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানব-বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়। 

এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ। এরপর গত বছরের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রকৃতপক্ষে সিআইডিতে এ রকম কোনো ঘটনা ঘটেনি।এরপর ২০২১ সালের ৪ নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment