ভারতের লোকসভা নির্বাচন: ফলাফল

mustakim sajib

Updated on:

ভারতের লোকসভা নির্বাচনের লাইভ ফলাফল

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা এখন সর্বত্র। ভারতের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যা প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে দেশের ৫৪৩টি নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিরা লোকসভায় নির্বাচিত হন।

ফলাফল:

ভারতীয় জনতা পার্টি(BJP): 240

ভারতীয় জাতীয় কংগ্রেস: 99

তৃণমূল কংগ্রেস: 29

সমাজবাদী পার্টি: 37

আম আদমি পার্টি: 03

অন্যান্য দল: 93

তথ্যসূত্র- এনডিটিভি

 

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। ভোটারদের অর্ধেকই নারী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment