বিয়ের দাবিতে মা-মেয়ের অনশন

mustakim sajib

Updated on:

বিয়ের দাবিতে মা-মেয়ের অনশন

বিয়ের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে মোছা. মিতু খাতুন (২০) নামে এক কলেজছাত্রী।সোমবার দুপুরে মিতু ও তার মা কাইয়ুমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তাদের পরিবারের সদস্যরা দরজায় তালা দিয়ে রাখলে হাতুড়ি দিয়ে সেই তালা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হয়। মিতু ও তার মা বলেন, মিতুকে বিয়ে না করা পর্যন্ত তারা ওই বাড়ি থেকে যাবেন না।

চার মাস আগে ২০ বছর বয়সী মিতু খাতুন নামের এক কলেজ ছাত্রীর বাড়িতে যান ৩২ বছর বয়সী এনজিও কর্মী আব্দুল কাইয়ুম। সেখান পরিচয় তারপর নম্বর আদান প্রদান, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্ক আরও গভীর হলে আব্দুল কাইয়ুম মিতুকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তারপর মিতুকে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন তিনি। মিতু সেই প্রস্তাবে রাজি হলে তারা দুজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন।

এভাবে চলতে থাকে তাদের প্রেম। এক সময় আব্দুল কাইয়ুমকে বিয়ে করতে বলেন মিতু। কিন্ত কাইয়ুম সেই প্রস্তাবে রাজি না হয়ে উল্টো তারর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এনজিও কর্মী আব্দুল কাইয়ুম মল্লিক পূর্ব মৌকুড়ি গ্রামের পবন মল্লিকের ছেলে। সে এর আগে দুই বিয়ে করে। তার মধ্যে আপন চাচাতো বোনও রয়েছে। কাউয়ুমের মা দুপুরের পরে বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয়। তারপর থেকে ওই কলেজছাত্রী বাড়ির সামনে অবস্থান করছেন।

কাউয়ুমের মা দুপুরের পরে বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয়। তারপর থেকে ওই কলেজছাত্রী বাড়ির সামনে অবস্থান করছেন।

বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. স্বর্ণা বেগম বলেন, এই মেয়ে এর আগেও একবার এই বাড়িতে এসেছিল। সেদিন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ আবারও ওই মেয়ে এসেছে। ছেলের বাড়ি কেউ নেই, ফলে মেয়ে বাড়ির বাইরে আছে।

এ ধরনের ঘটনায় দিনদিন সমাজিক অবক্ষয় ঘটছে। ফলে ঘটনার সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী।

https://www.profitableratecpm.com/ga34f5f9q?key=c9738eb51c25f6b930b2d4d132f3cb6a

Leave a Comment