কেন হত্যা করা হলো তোফাজ্জল কে!

mustakimsajib007

Updated on:

ভবঘুরে জীবন, মানসিক ভারসাম্যহীন উশকোখুশকো চুল, গলায় ঝুলছে তাবিজ। চোর সন্দেহে আটক, তারপর প্রথমদাফে মারধর শেষে দেওয়া হলো রাতে খাবার। আবার নিয়ে যাওয়া হলো গেস্টরুমে শুরু হলো উৎসব, একজনকে পিটিয়ে মারার পাশবিক উৎসব! ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার মধ্যরাতে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত ১৮ সেপ্টেম্বর (বুধবার) ফজলুল হক হলে টুর্নামেন্ট ছিল। সেখান থেকে শিক্ষার্থীদের ছয়টি ফোন চুরি হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন তারা। পরে তাকে হলের এক্সটেনশনের গেস্টরুমে নিয়ে কয়েক দফা মারধর করা হয়। এরপর ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয়। খাবার খেতে না চাইলে তাকে আরেক দফা মারধর করেন শিক্ষার্থীরা। তোফাজ্জলকে জোর করে প্রচুর পরিমাণে ডাল খাওয়ানো হয়। ডাল না খেলে শিক্ষার্থীরা তাকে মারতে থাকেন। ছাত্রদের কেউ তাঁর কাছে জানতে চায়, ‘খাবার কেমন?’ ভয়ার্ত তোফাজ্জলের উত্তর, ‘খুব ভালো।’ কেউ বলছিল, ‘সেলফি ল, সেলফি ল।’ একজন জানতে চান, ‘আর কিছু লাগব?’ মাথা নেড়ে ‘না’ বলছিলেন তোফাজ্জল। খাওয়া শেষে তাকে হলের মেইন গেস্টরুমে আনা হয়। পরে সেখানে নিয়ে আরেক দফা মারধর করা হয়।

মারধরের কারণে তোফাজ্জল দাঁড়ানোর শক্তি পাচ্ছিলেন না। সেসময় তার পিঠ দিয়ে রক্ত ঝরছিল। তার রক্তে গেস্টরুমে ফ্লোর ভিজে যায়। ওই অবস্থায় তাকে নাচ করতে বলেন শিক্ষার্থীরা। তাকে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে মারধর করা হয়েছিল বলে জানা গেছে।

রাত আনুমানিক ১২টার দিকে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক লোকটিকে মৃত ঘোষণা করে।

ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয় তোফাজ্জল কে

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করে হল ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র জালাল আহমেদ,জালাল বলতে থাকে, ‘মার, ইচ্ছামতো মার; মাইরা ফেলিস না একবারে’। মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সুমন তোফাজ্জলকে চোখ বন্ধ করে মেরেছে একসময় সুমন এসে তোফাজ্জলের ভ্রু ও চুল কেটে দেয়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মাসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ জামান এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোত্তাকিন সাকিন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জালাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে সক্রিয় ছিল।

প্ত্যক্ষদর্শীরা আরও বলেন, পরিচিত কয়েকজনের ফোন নম্বর বলে তোফাজ্জল। তাদের সঙ্গে যোগাযোগ করলে অপর পাশ থেকে ছাত্রদের বলা হয়, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন। তবে ফোন নম্বর মুখস্থ বলতে পারায় শিক্ষার্থীরা তাদের কথা বিশ্বাস করে না। তারা তাদের মোবাইল ফেরত চায়, একই সঙ্গে চলতে থাকে মারধর। একপর্যায়ে অতিথি কক্ষে আবাসিক শিক্ষকরা আসেন। শিক্ষকরা থাকলেও তাদের কথা শোনেননি অভিযুক্তরা। এর মধ্যে মারধরে তোফাজ্জলের পা থেকে রক্ত পড়তে শুরু করে। পরে তাঁর পায়ে লাল কাপড় বেঁধে দেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বলেন, আমাদের বিকেলের শিফটের সদস্যরা ৯টার কিছুক্ষণ আগে ওই হলে হাজির হয়। তখন কী হয়েছিল জানি না। আমরা রাতের শিফটের সদস্য। তোফাজ্জলকে থানায় নিয়ে যাওয়া হয় আনুমানিক সাড়ে ১০টার দিকে। আমাদের সঙ্গে তিনজন হাউজ টিউটর ও ছয়জন শিক্ষার্থী ছিলেন। থানায় গিয়ে হাউজ টিউটর স্যাররা ওসির সঙ্গে কথা বলেন। ওসি তখন তোফাজ্জলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানান। এরপর হলের ছয়জন শিক্ষার্থী তাকে নিয়ে ঢামেকে যান। 

ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, ‘রাত আনুমানিক ১২টার দিকে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক লোকটিকে মৃত ঘোষণা করে। তখন শিক্ষার্থীদের খোঁজ করলেও আমরা কাউকে পাইনি। তাদের নাম আমাদের খাতায় এন্ট্রিও করেনি। শুধু পরিচয় দিয়েছিল তারা শিক্ষার্থী। ’

এফএইচ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ছয় শিক্ষার্থীকে শাহবাগ থানায় দিয়েছি। এ ক্ষেত্রে জিরো টলারেন্স। ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাব। পুলিশ হেফাজতে রয়েছে জালাল উদ্দিন, মোহাম্মদ সুমন, সাজ্জাদ আবু সাইদ, মোত্তাকিন সাকীন, ওয়াজিবুল আলম ও আহসান উল্লাহ।

এদিকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে তাদেরকে সময় বাড়িয়ে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়।


Must try food in bangladesh

A Complete Guide to Bangladeshi Food: Must-Try Dishes, Recipes, and National Delicacies

Bangladesh is a country rich in cultural heritage, and its cuisine plays a significant role in the nation’s identity. Bangladeshi food incorporates a blend of spices, flavours, and techniques passed down through generations. The variety of dishes is wide and deeply intertwined with the country’s history. This guide will explore Bangladesh’s national food, provide a

Read More »
10 must visit place in bangladesh

10 Must-Visit Places in Bangladesh for Every Traveler

Bangladesh is a beautiful country located in South Asia. This country is often overlooked by many travelers seeking destinations in the region. However, this vibrant country is home to lush green landscapes, rich history, and some of the most stunning places you can visit in the world. Whether you’re a history enthusiast, a nature lover,

Read More »

কেন হত্যা করা হলো তোফাজ্জল কে!

ভবঘুরে জীবন, মানসিক ভারসাম্যহীন উশকোখুশকো চুল, গলায় ঝুলছে তাবিজ। চোর সন্দেহে আটক, তারপর প্রথমদাফে মারধর শেষে দেওয়া হলো রাতে খাবার। আবার নিয়ে যাওয়া হলো গেস্টরুমে শুরু হলো উৎসব, একজনকে পিটিয়ে মারার পাশবিক উৎসব! ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার মধ্যরাতে

Read More »
mala khan

সরকারী অফিসে অনৈতিক কাজের গোপন কক্ষ । কে এই মালা খান ?

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহাপরিচালক মালা খানের বিরুদ্ধে দুর্নীতি ও অফিস কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের ভবনের চতুর্থ তলায় তার অফিস ছিল। তার অফিস কক্ষের একটি গোপন কক্ষে বিছানা এবং শারীরিক সম্পর্ক জনিত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া গেছে। নাগরিক টেলিভিশনের সম্প্রতি

Read More »
কোটা আন্দোলন অযৌক্তিক: প্রধানমন্ত্রী

কোটা আন্দোলন অযৌক্তিক: প্রধানমন্ত্রী

রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বির্ষিকী উপলক্ষ্যে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছে বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না। এই আন্দোলনে পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা

Read More »
রাজধানীতে ৯ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

রাজধানীতে ৯ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

রাজধানীর কদমতলীতে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন ১৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের জমিটি পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিটির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে জমিটি দখলে

Read More »

Leave a Comment